শনিবার, ২১ জুলাই, ২০১২

humayun ahmed has died



চলে গেছে বাংলার সবচেয়ে প্রিয় ব্যাক্তিটি ,আমাদের কাদিঁয়ে,না ফেরার দেশে।আর কখনো তৈরী হবে না হিমু চরিএ,পাব না মিসির আলীর নতুন এডবেঞ্চার। ।অনেক শিখেছি হুমায়ুন স্যার ,তোমা থেকে।বাংলা সাহিত্যের কি ক্ষতি হল তা বোঝার ক্ষমতা হয়তো আমার নেই।কিন্তু আমি যা হারিয়েছি তা কি কম ? হারিয়েছি আমার জীবনের সবচেয়ে মানুষটিকে,মাটির মানুষ হুমায়ুন আহমেদকে।কেউ মরে গেলে তাকে সবাই আস্তে আস্তে ভূলে যাবে এটাই স্বাভাবিক। কেবল অম্লান থাকবে তার কর্ম।তেমনি আমরা বাঙ্গালী জাতি যতদিন বাঙ্গালিপনা ধরে রাখব,বেচে থাকব ততদিন তোমারে মনে রাখব।কথা দিচ্ছি .........।।।।।

Humayun Ahmed in my heart


আমার একটি খুব প্রিয় গান আছে,গিয়াসউদ্দিন সাহেবের লেখা 'মরণ সঙ্গীত'--
 'মরিলে কান্দিস না আমার দায়।' প্রায়ই ভাবি আমি মারা গেছি,শবদেহ বিছানয় পড়ে আছে,একজন কেউ গভীর আবেগেগাইছে--'মরিলে কান্দিস না আমার দায়।'
                                                            -------হুমায়ুন আহমেদ

ক্যানসারে হিমুর মৃত্যু হয়েছে আজ ৩ দিন ।বৃহস্পতিবার রাত ১১:৩০মিনিটে সকল ভক্তদের কাদিঁয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে ।ব্লগে লেখা কিংবা facebook য়ে স্টেটাস /কমেন্ট দেয়া ছাড়া ,আমরা নবীন হিমু ভক্তরা কি করেছি ?কি করতে পেরেছি? আমরা কি পারি না নামায পরে কিংবা রমজানের রোজা রেখে/মন্দিরে পূজা দিয়ে হিমুর স্রস্টার আত্মার শান্তি কামনা করতে।আপনজনের প্রতি,ভালবাসার মানুষের প্রতি আমাদের ভালবাসার প্রকাশ একেকজনের একেকরকম।আমি আমার আইডিয়া প্রকাশ করেছি,এতে কারো ভাল না ও লাগতে পারে।তোমাদের আইডিয়া প্রকাশ করতে পারো।তারপরও বলতে চাই আমার শ্রদ্ধেয় স্যারের প্রতি আমার ভালবাসার প্রকাশটা এরকমই।স্যারকে কখনো সামনাসামনি দেখিনি।তবে তারে কল্পনা করেছি মনের পর্দায় ....গল্পে...হিমু,মিসির আলীতে....প্রায় সর্বদা।এবার দেখব সচক্ষে।

ঢাকার বন্ধুরা...ঢাকার বাইরের বন্ধুরা আমরা কি পারি না আমাদের স্যারকে ঢাকা এসে শেষবারের মতো একবার দেখতে।আশা করি আগামী সোমবারেই আমাদের সে সুযোগ হবে।