শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪

Moyurakkhi

Humayun Ahmed



Link 1 
Download

Link 2 
Download

Mediafire
Download

Prio Humayun Ahmed



Imdadul Haque Milon



Link 1 
Download

Link 2 
Download

Mediafire
Download
                                                                                                                                           

সোমবার, ১৭ মার্চ, ২০১৪


1.

খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোন
সংক্ষিপ্ত পথ নেই।প্রতিদিন
তাকে মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট
দিতে থাকবে,কষ্ট সহ্য করতে হবে ততদিন
পর্যন্ত যতদিন পর তাকে আর
মনে পড়বেনা।
____হুমায়ূন আহমেদ

2.
মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে। মুরুব্বি কোন মানুষ মা- মা বলে পিঠে হাত বুলাচ্ছে - সেই স্পর্শ থেকে সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে। - Humayun Ahmed

3.

কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য
থাকে । তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর
হয়, হাসি সুন্দর হয়
-হুমায়ূন আহমেদ

4.

এই চল না বৃষ্টিতে ভিজি চল না কন্যা যাই ছাদে, আজ আমরা বৃষ্টি বন্দি হই ভালোবাসার অপরাধে। 

____আজ হিমুর বিয়ে

5.

যে থাকে আঁখি পল্লবে তার
সাথে কেন দেখা হবে। 
নয়নের জলে যার বাস ,
সেতো রবে নয়নে নয়নে।
__হুমায়ুন আহমেদ




  
6.

আকাশের মেঘেরা কি কথা বলে?
তারা কি যেতে চায় কোথাও? তারা কোথায়
যেতে চায়?
বর্ষার ঘন কালো আকাশের
দিকে তাকিয়ে চিত্রলেখার হঠাৎ এই
কথা মনে হল।
দশ-বার বছরের কিশোরীর মনে এ রকম
একটা চিন্তা আসতে পারে, চিত্রলেখার
বয়স পঁচিশ। এ রকম উদ্ভট চিন্তা তার
জন্যে স্বাভাবিক নয়। তবুও কেন
জানি নিজেকে তার মেঘের মতো মনে হয়। তার
কোথায় জানি যেতে ইচ্ছা করে।
এ রকম ইচ্ছা তো সব মানুষেরই করে। সব মানুষের
ভেতরেই কি তাহলে এক
টুকরা মেঘ ঢুকে আছে, যে কেবলি কোথাও
যেতে চায় ?
- মেঘ বলেছে যাব যাব
(হুমায়ূন আহমেদ)