শনিবার, ২১ জুলাই, ২০১২

humayun ahmed has died



চলে গেছে বাংলার সবচেয়ে প্রিয় ব্যাক্তিটি ,আমাদের কাদিঁয়ে,না ফেরার দেশে।আর কখনো তৈরী হবে না হিমু চরিএ,পাব না মিসির আলীর নতুন এডবেঞ্চার। ।অনেক শিখেছি হুমায়ুন স্যার ,তোমা থেকে।বাংলা সাহিত্যের কি ক্ষতি হল তা বোঝার ক্ষমতা হয়তো আমার নেই।কিন্তু আমি যা হারিয়েছি তা কি কম ? হারিয়েছি আমার জীবনের সবচেয়ে মানুষটিকে,মাটির মানুষ হুমায়ুন আহমেদকে।কেউ মরে গেলে তাকে সবাই আস্তে আস্তে ভূলে যাবে এটাই স্বাভাবিক। কেবল অম্লান থাকবে তার কর্ম।তেমনি আমরা বাঙ্গালী জাতি যতদিন বাঙ্গালিপনা ধরে রাখব,বেচে থাকব ততদিন তোমারে মনে রাখব।কথা দিচ্ছি .........।।।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন